নদী


নদী
মোঃ আব্দুস সালাম

আঁকা গাঁয়ের বাঁকা নদী,
বুক চিরিয়া যায়।
জেলে ভাই ধরে মাছ,
মেঘের ছায়ায়।
মাঝি মাল্লা নৌকা চালায়,
ভাটিয়ালী সুর।
দোয়েল কোয়েল পাখির গান,
বড় সুমধুর।
আঁকা গাঁয়ের বাঁকা নদী,
দেখবে যদি আয়।
গাঁয়ের বধু নদী পথে,
ঝলক দিয়ে যায়।