করোনা ভাইরাস


করোনা ভাইরাস
মোঃ আব্দুস সালাম

বিশ্ব ভূবন সুর উঠিল
মহামারী এক নাম।
কে ঘটাইলেন আজব কান্ড?
কিবা তাহার নাম।

রাজপথের দোকানপাটে,
ঘরের ভিতর লকডাউন।
অনাহারে মরছে যেসব,
হাজার হাজার মানুষ।

সারা জাহান ছড়িয়ে পড়ল,
করোনা এক ভাইরাস।
চলতে পথে দেখতে পাই,
হাজার হাজার লাশ।


দাফন কাফন করেন ওরা,
দেখতে যেমন ভূত।
পিপিই পড়েন সানগ্লাসে,
পায়ে লাগায় বুট।

ঘুমের ঘরে শুইয়ে শুয়ে,
লাশের গন্ধ পায়।
মরন বীণ বাজায় ওরা,
হাজার টাকা পায়।